বারবিকিউর ঝলসানো প্রাণীদেহে দেখি সে- প্রাণের পরকাল
সবুজ ফসলের ক্ষেতে ঢেউ তোলা ফসলের পরকাল দেখি
খাবার টেবিলে নিত্যতায়-তাই চোখে লাগেনা বড়!
আখ, তিল, তিষি, সরিষা
রোলারে পিষ্ট হয়ে চলমান রাখে সৃষ্টিতত্ত্বের নিত্যতা!
যাপিত জীবনে নিত্য কাল-পরকালের মাখামাখি;
রুপান্তরের খেলায় সূচালো লেজওয়ালা
নিজেকে দেখে চমকে চেয়ে রই
মায়ের গর্ভ দেয়ালে আটকে থাকা আস্তর
পূর্ণতায় ধীরে ধীরে এত মায়াময় অস্তিত্ব-
পূর্বাবস্থার মরণেই নতুনের জনম
নিত্য মৃত্যুর মাঝে নিত্য জনমে
এগিয়ে যাই নিশ্চিত-অনিশ্চিত অজানা গন্তব্যে!
প্রাতাহিকতায় পরকাল ছুঁয়ে থাকে-দেখোনা?