তুমি অবোধ বালিকাটিই রয়ে গেলে
অল্পতেই গাল ফুলিয়ে থাকা
আমার অস্তিত্বেই যখন তুমি- সময় কি কোন ভিন্নতা বহন করে
তোমার উপস্থিতিই আনন্দ, অনু-তে বেদনা
কি করে ভাবলে তোমাকে কখনো ফিরিয়ে দিতে পারি!!!!
জানি যখন আমার ম্যাসেজ তুমি পাবে
ততক্ষনে অনেক দূরে চলে যাব আমি-তাই ব্যাকুল তোমায় বারবার
চাইছিলাম জানাতে অব্যক্ত অনেক না বলা কথামালা
তুমি যখন জানবে তখনকার মিশ্র আবেগে তোমার চেহারাটা
মনে করতেই আমি আনমনে হেসেও উঠি, বিষন্নও হই।
অডিয়েন্সে তোমাকে দেখে অব্দি আনমনা হয়ে যাই
সবার দৃষ্টি আমাতে-আমি চেয়ে রই তোমায়; আড়াল দৃষ্টিতে
ফুল,মালা, ক্রেষ্ট বক্তৃতা সবে কেবলই আনুষ্ঠানিকতা
তোমার চুপিচুপি দেখা, ছবি তোলা..
সব কিছুতেই সেই পুরানো তোমাকে পেয়ে চিরকুটে ফোটাই সত্য।
সুবর্ণ নদীর ধারে, সব ছেড়েছুড়ে আমার মাটির ঘর
ছনের ছাউনিতে নিকানো উঠোন, ঘরের ধার ঘেষে সন্ধ্যামালতির ঝাড়
নানা বর্ণের সুবাসিত ফুলগুলো মন ভরিয়ে দেয় উদাসী প্রহরগুলোয়
সকল স্মৃতিকে ভুলতে দূর গাঁয়ে-পারলাম কই
বিষন্ন দুপুরে বা জোছনার মায়াবী আলোয় ভেসে যেতে যেতে
হারিয়ে যাই –অন্তহীন সমাপ্তির অসমাপ্ত ভাবনায়
নিজের হৃদস্পন্দনেই চমকে উঠি –সেই দু’জনে
দুজনার স্পন্দন এক হয়ে যাবার ক্ষণ মনে করে
তুমি কি এমনি করে ভাবো-রাধা?
মনে পড়ে---যে রাতে প্রথম ছুঁয়ে ছিলাম তোমায়!
প্রতি রাতেই চোখ বন্ধ করে সেই সময়ে আমি, ঠিক পৌঁছে যাই,
কথারা সরব হয়েছিল স্পর্শে, চোখে, নি:শ্বাসের ভারে
থেমেছিল সময়। দেহের মাঝেও এক দেহাতীত মিলনে উন্মাতাল
কামনার উর্দ্ধে এক কামজ মিলন আত্মার সাথে আত্মার
প্রেমহীন দেহজ মিলনের অভিশপ্ত ক্ষন যদি কখনো আসে
তখনই কেবল বুঝবে –এই শ্বাসত প্রেমের অনুভব।
তোমার কবিতার খাতায় তোমার কষ্টের ভার
কর্মে কোলাহলে তোমার নিত্য ব্যস্ততা কেউ না বুঝুক
আমিতো বুঝি-তুমি একাকীত্বের নির্মম বেদনা
এখনো লুকোতে শিখোনি-তাই অনেক মানুষের ভীড়ে
আড়াল খোঁজ। নিজের ভেতর হারিয়ে যা্ও
সবার মাঝেও আমাকেই পাবে; হাতে হাত না দিয়ে
বুঝবে আমি ধরে আছি তোমার হাত
গভীর রাতে অনুভব করবে তোমার এলোমেলো চুল
কে যেন ঠিক করে দিচ্ছে আলতো ছোঁয়ায়
তোমার অশ্রুজল যে আমার পথকে পিচিছল করে দেয়
তোমার বিনিদ্র রাত যে আমার ঘুমকেও কেড়ে নেয়-তুমি জানো?
তোমাতে হারিয়েছি বলেই নিজেকে খুঁজে পাইনা আর
সবনাম একনাম হয়ে গেলে......
মুছে যায় সব ব্যবধান
তোমার সকল অভিমান, অভিযোগ, ভাবনা মুছে ফেলো
তৃতীয় নয়ন খুলে দেখো- সর্বময়তায় আমি বিরাজি অস্তিত্বের কোনে কোনে
তবে কেন এই বিরহ! তবে কি তুমি এখানো অনুভব করোনি আমায়...