স্বপ্ন নদীর পাড় অপূর্নতার হতাশ ঢেউয়ে ভাঙ্গে
চাই বা না চাই জোয়ার-ভাটার টানে
আশার ভারে ডুবো ডুবো নৌকা জুড়ে কেবলই আশা
আচ্ছন্ন মন ক্লান্ত - নির্বোধের ক্রমাগত শপথে
অনুভবহীন দখলদারিত্বে--
তোমার আশ্বাসে কেবলই বসবাস।
কি অবলিলায় তুমি বুঝে নাও আকুলতা
সৃষ্টি সূখের আনন্দ, সুখ-দু:খের অভিধান
আমাকে চেনাও সূখ-মার্গ, প্রেম, অনুভব আর আত্মা
দেহের মাঝের দেহাতীত সত্যকে ।
অথচ জীবনের একি পরিহাস! পাজল গেমে ভুল সেট
কেবলই দীর্ঘশ্বাস, আর মানিয়ে চলা
শুন্যতায় হারিয়ে যায় সব
হৃদয় জমিন ক্ষত-বিক্ষত নিত্য লুকোচুরিতে
ধোঁয়াশা প্রহরে তুমি--আমি, আর আমাদের ভালবাসা
অতপর জীবন - কেবলই চলমানতা।।