অনন্তকালের এই চেয়ে থাকা ফেলে আসা পথের বাঁকে
হারানো স্মৃতি সঙ্গী করে, অন্তহীন শূন্য হৃদয়
কখনো মেঘলা, কখনো কাঁচ স্বচ্ছ, কখনো মেঘের ভেলা লয়ে
থির দিয়ে আকাশ যেন তোমার শূন্য মন
স্মৃতিতে কেবলই- তুমি;
প্রচন্ড ঝড়ের পর সব কিছু তছনছ
অথচ কেমন শান্ত স্থির প্রকৃতি -সে দৃষ্টিতে
নির্বাক কতকথায় স্বপ্নের ইতোবৃত্ত
নিজের কাছেই নিজে হারার উপাখ্যান।
কোমল হাওয়া ঝিরিঝিরি বয়ে যায়
টুপটাপ ঝড়ে জল ঝাউ শাখা থেকে
কেউ ভাবতেও পারবেনা অস্থির সে সময়কে
ঝলসানো হৃদয়ে কাতর আর্তনাদেও মূখ চেপে ধরা
অথচ নিরাবেগ দৃষ্টিতে ভালবাসার ফল্গু
মৃগয়া মাংসে রসাস্বাদনে মৃগয়া প্রেম যেন।
হাত-পা বাঁধা জলে ফেলা মানুষ দেখেছো?
বাঁশরিয়ার মূখ থেকে বাঁশি কেড়ে অগ্নিউৎসব
কবির নির্বাসনে ভয় নেই-মৃত্যুদন্ডেও
যদি কেড়ে না্ও কাগজ কলম লেখনি মাধ্যম
জীবন্মৃত সে। প্রেম, স্বপ্ন, সম্পদ সকলই মূল্যহীন।
আর পাবেনা তাকে যতই প্রেম দেখা্ও
কবিতো বেঁচে রয় কবিতায়, লেখনিতে, প্রকাশে।