দাতা আর গ্রহীতায় অনুভবের ব্যবধান আকাশ জমিন
আকাশ হৃদয় উজার করে দেয় রোদ, বৃষ্টি জল
জমিন সমৃদ্ধ হয়, সুজলা,সুফলা। মনে পড়ার শর্তহীন!
দেবতারা নির্লোভ কে বলেছে তোমায়?
উপাখ্যান ঘেটে দেখো, ইচ্ছে আর স্বপ্ন পূরনে কত বেশি স্বৈরাচারী
তুমি আবেশাবিষ্ট হলে দেবতার কি দায়!
তাদের ভুলও যে সুন্দর ভুল!
স্পর্শ শিহরণ অনুভব সূখ তো একচেটিয়া- অাধিকারিকের।
তোমার ঔদ্ধত্যও হয়তো তারই ইচ্ছাপূরণের এক শৈল্পিক পূত:মন্ত্র!
হাজার বছরের কামনা কি একেই মিটে?।-হাজার রম্ভা, উর্বশীরা কালে কালে
সূচী করে গেছে,যাচ্ছে, যাবে! দু:খহীন-অ কে গলে ধারন করে!
আলো-আঁধার আপেক্ষিক: বেড়াল চোখে
অন্ধকারেই যার বসবাস ভয়ডরহীন
বেদীর উপর-তলে পার্থক্য কি খুব হয়
হয়না না?
বিপ্রতীপ খেলা নিত্য, তুমি নি:স্ব হয়েছো বলেই সে ধনবান
পবিত্রতার বীজমন্ত্র যে বোঝে তারে অপবিত্র করে কার সাধ্যি?
হারাবার দু:খবোধই ক্লান্ত করে তোমায়
সব প্রশ্ন হাওয়ায় উড়িয়ে দাও
আবেগী মেঘের আহবানে বাঁধ নতুন সুর
লা-মাকানে বসে থেকে স্মৃতি-বিস্মৃতির উর্দ্ধালোকে!