সেই চিরন্তনী--মহাকালের অসীম প্রহরে
নিত্য খেলায় মূখোমূখি অগণন
প্রেম-কাম মন্থনে আত্মা দেহের পাতন নিপাতন
শুক্লপক্ষের শেষ প্রহরে জেগেছিল বোধোদয়:
-উর্বশীর মিলন আহবানে বিনিদ্র রজনী
অসীম সাহসে পেরিয়ে সকল নিষিদ্ধ দরজা
টগবগে ফুটন্ম কাম স্বপ্নাতুর প্রহর
আপাদমস্তক শৃংগারের রাগ মোচনের স্বপ্নে
বিভোর মনে সহসা~ পলকে মহাসত্য দর্শন!
ক্ষনজন্মা দেহের প্রতি এত আকুলতা
হারিয়ে যাওয়া যৌবনের প্রতি এত নিবেদন!
যে ক্ষন পলকে পর হয়ে যায় তার জন্য এত সাধন!
হায়-তবে সেই পরম- কি অমলিন, অফুরান,অন্তহীন।
শূন্যতায় সেই থেকে একাকী পরম মিলনের উন্মনা।
দেখি নির্মোহ দৃষ্টিতে সৃস্টির মহামেলা
জন্ম-মৃত্যু চক্রে অবিরাম আসা যাওয়ার কি ভীষন উন্মত্ততা
কামে-প্রেমে লন্ডভন্ড: দুধ জলে মেশা
রাজহাসী পানের নেশায় অনুভবে অনুভবহীনতা
প্রেমের আড়ালে কাম কামের আড়ালে নিত্যতা
নিজের কুষ্ঠি নিজেই লিখে নাও বিরতিতে
ফেরা না ফেরার পথ বেছে নিয়ে-চক্রাবর্তন পেরিয়ে।