নিরবেই হোক বিনিময়, কথা আর কতটুকু প্রকাশ করতে পারে
দৃষ্টির, অনুভবের গহীনে যত রসায়ন-
হৃদয় পদ্ম হয়েই ফুটে থাক সংগোপনে
অছোঁয়া অস্পর্শা আকুল তৃষ্ণার জল হয়ে!
লজ্জ্বাবতী দেখোনি কি লাজুক
ছুঁয়ে দিলেই মিইয়ে যায়
তুমি আমার লজ্জ্বাবতী হয়েই থাকো-
দল মেলে নির্ভয়ে প্রেমের ডালি লয়ে।
মধু পিয়ে গেলে ফুল ঝড়ে যায়
অলি যায় নতুন ফুলে
অনাঘ্রাতা ফুল হয়ে রবে কি
অন্তহীন স্বপ্নের অন্তহীনতায়।
ফটিক জল ফটিক জল আহাজারি
বর্ষায় থেমে গেলে-নিরবতার ব্যথা সইতে পারবেতো!!!