কুহক সময়ের ব্যবধান ষোল বা চল্লিশ প্রহেলিকা মাত্র
যেমন তোমার রাত্রি আমার সকাল
অথচ সমসাময়িক বর্তমান!
রোদ্দুর দিন আজো দেখো তেমনি আছে
সৃষ্টির আদি থেকে যেমন, প্রান্তরও তেমনি সুবজাভ
সাদা- কালো কেবলই ব্যক্তিক অনুভবে
মহাকালের গতি- আপেক্ষিক সময় !
ফানুস আকাঙ্খারা পারিপার্শ্বিকতায় স্বপ্ন বোনে
অপ্রাপ্তির কষ্টকে ঢাকে পরকালের রঙিন আশ্বাসে
যত গ্লানি ব্যার্থতাকে আড়াল করে আরেক পৃথিবী স্বপ্নে
প্রকৃত মুক্তি আর জ্ঞান আড়ালে পড়ে রয় চক্রের নিত্যতায়
তৃতীয় চোখের সন্ধানহীন অন্ধ, দু চোখ নিয়ে বিশ্বাস অবিশ্বাসে দোলে
অনুভব তো গ্রোসারী শপে মেলে না-তাকে ধারন করতে হয়
সময়কে জয় করে-চির নবীনতায়।