শুন্যতার হাহাকারে হতাশায় ভুলেছিল আহবান,
নিত্য আদম উন্মাতাল অপূর্নতার নেশায়, শূন্যতা
পূরণের উদগ্রতায় - হাওয়া এল, প্রেম হল, সূখ হল ।

-- কি করে বলিস শুধু রাতের চুক্তি! কেবলই কিছূ সময়ের আসক্তি!
এতো চিরন্তনি বিনিময় শূন্যতা আর পূর্নতার আপেক্ষিক উভয় সত্ত্বার

এ যে আবাহন, সমুদ্র আর আকাশের- মন্থনের অমৃত সন্ধানের ।

--কেন কষ্ট বুকে তুলে নিস নষ্ট ভ্রষ্টতার শাপদিয়ে আবার বলিস ভন্ড!

- তবে কি নিজেকেই গাল দিলি ! সূখের বিদ্যুত কি তোকেও আলোকিত করেনি
আবেশিত মুদে আসা চোখে কি সূখের স্বপ্নানন্দে ভাসিস নি, শূন্য গহ্বরে পূর্ণতায়
শিৎকারে প্রতিটি ইন্দ্রিয় জানিয়েছিল তুই অগ্নিস্নানে শুদ্ধ হয়ে চলেছিস।।

---বোঝা না বোঝায় মিলনেও আসে পাপভার হয় সৃষ্টির মৌলিকতার মরণ
স্বপ্নগুলো পাখা মেলার বদলে নির্বোধ শাপান্তে হয় ডানাহারা ইকেরাস

হাওয়া শরীর নিতে ভুলে গেছে কতদিন
এখন কেবলই প্রয়োজন- পিচ্ছিল করে মিলনের পথ বদলে দেয় মিলন বাঁধন ভূলে



এটা এক সৃষ্টির রাতের গল্প, দুটি শূন্য আত্মা আর পূর্নতার গল্প