কোন নারীর অশালীণ আচরন, কামুক আহবান
বিচলিত করে না আমায়, থির দেয়া জলে টুপ করে হারিয়ে যাওয়া পাথর
ক্ষনিকের ঢেউ ক্ষনিকেই থেমে যায়,
মনের ভাবনা অনুক্তই থাক। সব কথা বলতে নেই
বাঁধন হারা কামনারা নিয়েছে ছুটি, রক্ত কণিকা থিতু
অপলক চোখে তাই চেয়ে থাকি - আমি পরম পুরুষ পথিক
নারীত্বকে বিসর্জিত করেছি নিজ থেকে-
মানুষতো একটা গোত্র মাত্র চুরাশি লক্ষে।
নির্বোধ নারী রুপি নপুংষক করে নারীর অপমান
আত্মঘাতি, মূর্খ,-অস্তিত্বের বিপরীতে দাড়ায়-
যার প্রতি কণিকা দায়গ্রস্থ জন্ম ঋণের দায়ে
যে অযুত নিযুত প্রবহমান রক্তধারার মাত্র একটি ফোটার ফসল--,
ঋণ শোধিতে পরম পুরুষ -ভক্তি করে নারীত্বে, মুক্তিতে চায় বিসর্জন!
আলোর গতি স্বপ্ন আমার
প্রেমে কামে কাব্যে কথায় ধ্যানে জ্ঞানে মনে
তোমার বাঁধন কাটাতে-আমি পরম মুক্তি পথের যাত্রী।