দেহ আর দেহাতীত প্রেমের সূক্ষতা হারালে
এমনই হয়! শেওড়া বনে চন্দনের জ্বালা
কস্তুরী মৃগ শুধু মাংস লোভী শিকারীর জালে
অ-প্রেমিক বোঝেনা কস্তুরীর মূল্য;
নি:শ্বাসের সাথে সুবাসিত প্রশ্বাস সঁপে দাও বিশ্বাসে
যে বলিষ্ট প্রেমিকের রোমে রোমে প্রেমের কামনা
সুঠাম দেহের সৌরভে পাবে পরিশোধিত মনির মৌতাত
গভীর নি:শ্বাসে তৃপ্তির উষ্ণতা, নোনতা মিষ্টি স্বাদ ঠোঁটে
স্পর্শে স্পর্শে শিহরণ, জনম জনম কাটিয়ে দেবার আহলাদ
কাম হারিয়ে যায় প্রেমের পরশে-মিলনে প্রশান্তির ঝর্ণা।।
প্রেমতো ওখানেই, সেই চির মিলন বসন্তের দেশে তোমার আমার সাথে।
প্রাণময়তায় ভরা চোখ, গোলাপি ঠোঁট, পীনোন্নত পয়োধর,
অপ্সরা উর্বশী যেন ধ্যান ভেঙ্গে যায়
প্রেমিক মন অপেক্ষায় -একদিন তুমি বুঝবে
পূর্নতর সমর্পনে ভালবাসায় ভরাবে আমাকে
হৃদয় ষাষ্ঠাঙ্গে অর্ঘ্য নিবেদনে সুধায়--বোঝনা কোথায় প্রেম!!