বড্ড দেরী হয়ে গেলোরে পাগলি
যখন কাঁচা অনুভবে একটু স্পর্শে দেহে-মনে লাগত আগুন
তখন উপেক্ষার আঁচলে -
তোর প্রেমের অহংকারের অলংকার;
মুগ্ধ চেয়ে রইতাম তোর চোখের ভেতরের চোখে
টলটলে শান্ত দীঘির স্নিগ্ধতায় মন জুড়িয়ে যেত;
এলোমেলো আমাকে খুবই পছন্দ, প্রকাশে কৃপণতা
খুব বুঝতাম- আমাকে ক্ষেপাতে টিপটপ বাবুদের সাথে দেখানো
আশনাই, খুনসুটি..জ্বলে যেতাম ভেতরে.. পুড়ে অঙ্গার হতো কোথায় যেন!
আমিও কম কিসে-তাই উপেক্ষার বর্মতে উল্টোপথ যাত্রা!
আড়চোখে পলকে দেখতিস
তাতেই, আমার তাজমহলে আমি শাহ জাহান
তুই আমার পাগলি মমতাজ- ধুলোবেলার স্বপ্নের মতো বুনন.
বাস্তবতায় কখন যে ধুলোতেই মিশে গেছে বুঝিনি।
সকল আবেগের দিয়ে কবর
কর্পরোটে নেকটাই উড়িয়ে
যথন তরতর সাফল্য, মুঠোয় যেন সোনার হরিণ
ছোঁয়ালেই মাটি সোনা হয়ে যায়
আবেগগুলো কোথায় যেন হারিয়ে গেল..
তন্ন তন্ন করে খুঁজেও কোত্থাও পেলাম না আর!
এখন আবেগ শেয়ারের মার্কেটের দরপতিত শেয়ার
স্ট্যাটাস, ইন রিলেশন নিত্য বদলায়
ব্রোকার মার্কেটের মতো সকাল সন্ধ্যায় হাত বদল!
চাই শুধু বুদ্ধি আর টাকা! ব্যাস কেল্লা ফতে...
থ্রি থেকে ফাইভ, সেভেন ষ্টারের সংখ্যা বাড়ে
বাড়ে ভালবাসার সময়সীমা, ষ্টাইল, সময় মাপা আবেগ,
আভিজাত্যের তারকা গুনে সবই সহজলভ্য
কুটিরে স্বপ্নে আর মন দেয়না কেউ
মিনিমাম ফ্লাট চাই পনেরশ স্কয়ারফিট
সাথে ডেকোরেশনটাও মান সম্মত!
বড় উল্টো জীবন পথ
যখন আমি ছিলাম কুটিরের মালিক- ছিল প্রেম হৃদয় ভরা
তোমার নজরে ছিল উপেক্ষা;
আজ আমিও ইদূর দৌড়ে বেশ এগিয়ে
মিছে কেন এখন আর ভালাবাসায় ডাকো
নতুন ফ্ল্যাটে কাল নতুন বান্ধবী আসবে যে....সরি পাগলি।।