হারানোর কষ্ট ঝাঁপ দিয়েছিলো, ঘূর্ণি তোলার আগেই
ভাবনার গভীরে সতর্ক সংকেত -
তাই চোখের জলে না ভেসে-তাতেই ভাসতে শিখলাম
তোমার স্মৃতি ঢেউ হয়ে বয়ে যায়~~
বালির হৃদয়কে খুঁজে নিলাম হারানো ঝিনুকের মাঝে
সব হারিয়ে আমি জানলাম
কষ্টের কান্নারা কিভাবে মুক্তো দানা হয়ে যায়।
ব্যথারা জমাট বেঁধে হৃদয়কে পাথর করে- ভালবেসেই বুঝেছি
আপন-পর, কাছে দূরের রসায়নে স্বার্থের ভূমিকা
জেনেছি, কত সহজেই নিজেকে ভুলে যাওয়া যায়-তোমাকে দেখে;
ক্লান্তির অবসাদে রাতের আধাঁরেও দু:খ বিলাসের ঠাঁই নেই -
ভোরের আলোয় বুঝি প্রতিটি দিন ভিন্ন- স্বপ্ন কেবলই স্বপ্ন।
কিছু হলেই বয়ে যেত চোখের জল..!!
কত চেষ্টায় ফুটতো মেঘে ঢাকা সূর্যের হাসি
আজো কি তেমনি গাল ফোলাও,
চোখের জল কি মুছে দেয় কেউ অধর ছুঁয়ে
তোমার অপূর্ণতার ভাবনায় আজো কষ্ট হয়
কষ্টের চোরাস্রোত হৃদসিকস্তি করে নিত্য বর্ষায়
সব চাপা দিয়ে বাস্তবতার বাঁধের নীচে-বাঁচিয়েছি হৃদজমিন -মুক্তো দানার মালা,
আর জনমে - তোমার বন্ধন স্মৃতি ফেরার স্বপ্নে।।