ঈশ্বরের এ বড় হেয়ালী খেলা
বড় অন্যায় দেবের প্রতি
সকল সৃস্টি সৃজনে
রুপ, রস গন্ধে সূখে
লুকিয়ে নিজেরে মেনকায়-
নীল বর্ণ অভিশাপে
বিধি বিধান-পাপের ভয়ের মোড়কে
আকন্ঠ মুড়িয়ে -
আড়ালে করে দ্রাক্ষারস পান!
আমি কি ডরাই
আমাকে মারলে তুমিও যে নাই !!!!