উদ্বাস্তু শিবির, মুক্তির দীর্ঘ লাইন,
আয়লান পৃথিবীর মূখে লাথি মারে-সৈকতে উপুর হয়ে নিথর শুয়ে থেকেও;
বিশ্ব শান্তি, নোবেল, সুশীল বিশ্ব সমাজ-
ধিক্কার দেয় হিপোক্রেট সংঘ সমূহকে!
অস্ত্র ব্যবসায়ী সাম্রাজ্যবাদী মিথ্যুক
বিশ্ব নেতাদের
তাবেদার মিডিয়া আর
তোষামুদি সুবিধাভোগী বরাহ শ্রেণী
সকলের মূখে তীব্র ঘৃণার হিসু! সকল আয়লানের!
নতুন আর কোন আয়লান না হোক
দীর্ঘ লাইন শেষ হয়ে যাক
মিথ্যুকেরা মৃত্যুবরণ করুক
সত্যের আগমনের ---
বদলে যাক চলমান চক্রবুহ্য।