অনুভব:১
আপেক্ষিকতাবাদে আটকে
সেই পরমের অসহায়ত্বে
চোখে আসে জল
জ্ঞানে আসে ভক্তি।।

অনুভব:২

তুমি যখন প্রয়োজনে দিশেহারা
আমি অনুভব করি ভালবাসার শূন্যতা!!

অনুভব:৩

দোলনা থেকে কবর
২ থেকে ৩ শ’ কোটি সেকেন্ড
উবে যায় জীবন কর্পূরের মতো
অথচ চোখ বোজার আগে
কারও হুশ ফেরে না!!!!