আজো কানে বাজে যেন
ফিসফিস করে গেয়ে যায় বুলবুলি
এত মাদকতা, না পিয়েই বিবশ মন
সে মধুরতা, সে ঘোরলাগা, স্বপ্নে বাজে রিনিঝিনি
দূর কাশবনের সাদা মেঘে ভেসে আসা হাওয়ার তালে
টুপটাপ ঝড়ে পড়া নূর দানার ঝংকারে-
কি অতুল আবিষ্টতা।
বাদ্যযন্ত্রের শহরে, অলিতে গলিতে কান পেতে রই
চেনা-অচেনা কত নাম না জানা সুরের সৈকতে
খুঁজছি অন্তহীন ...
প্রেয়সির অতুল হাসির মতো দুর্লভতায়
লাল নীল কষ্টরা জমে কতশত- মেলে না সে
কষ্টেরা ঝড়ে পড়ে মুক্তো দানা হয়ে- খিড়কি নয়নে...
সহসা চিৎকার করে উঠে মন -আনাল হক
মৃগ খুঁজে পায় কস্তুরীর উৎস;
পাখি তার শিসের মর্ম বুঝে নিরব
সকল ব্যকুলতার অবসান হয় -
কথা হয়, গান হয়, সুরের ইন্দ্রজালে
ভেসে যায় চরাচর~~~
ঠোট নড়েনা, মুখ নড়েনা- কি অবাক
ভাব বিনিময় - নিরবতার সরব ভাষায়!