আঁধার নামছে জীবন নদে
কাম নদীতে চর জাগিয়ে নির্জনতায়
সকল নষ্ট স্মৃতির দিয়ে কবর কোণে কোণে
পংকিল যত পাপ ভার মুছে দিয়ে চারপাশে
মগজে মুক্তির সুর লহরী
প্রিয় হৃদয় খুঁজে পেল অকৃত্রিম প্রেম
তুমি নেবে কি?
লাগাম হারা হৃদয় প্রেমের নামে কাম-তাপে পুড়ে
প্রাণজল ঝরিয়ে অঝোর-লালসার সিড়ি বেয়ে
ছিল অবোধ ভাবনায় ডুবন্ত জীবন
তুমিও ডুবছ কি?
সুখের নামে মোহ মায়ার ডোরে
ভুলেই গেছিলাম সততার রঙ
আর বেহায়া বস্তুবাদের স্বপন
চাওয়ার পাগলা ঘোড়া ছোটায় লাগামহীন
অবেলায় ডাকলে আপন করে-বেলা শেষের ক্ষণ
তোমারো সময় ফুরিয়েছে কি?
এক নজর বুকের তিলে- আঁচল আছড়ে পড়ায়~
হারিয়েছিলাম কাম ঘোরে- একটু নজর ফেরাতেই
পবিত্র পাপ মুছে গেছে~~
ভাবনার এপারেএখন,
কেবলই প্রেমের সুরভিত হরিৎ বরণ, চেতন প্রেমে;
তুমি সেই প্রেম নেবে কি?