সেদিন নিশূতি রাতে
হঠাত এক পলকা হাওয়ার ছোঁয়ায়
কেঁপে উঠেছিনু!
তবে কি তোমার দীর্ঘশ্বাসই?
একই আকাশ একই চাঁদ একই তারা
গায়ের আটপৌড়ে বধূর দীর্ঘশ্বাস কি পৌছায়
তোমাদের পাষান প্রাচীরের
উচু উচু শহরে!
জোনাক জ্বলা রাতে বিরহী প্রিয়ার কষ্ট
ঝা তকতকে শহরে কি অনুভুত হয়?
বৃত্তাবদ্ধ কষ্টের বৃত্ত - বড় হতে হতে~ হতে হতে
মিল্কিওয়ে ছাড়িয়ে গেল,
তোমার ঝুল বারান্দা থেকে
আমার মাটির উঠোনের দূরত্ব
তারচেও বেশী ব্যবধানে
আজো ভিনগ্রহবাসী করে রাখে!