ধর্ম বর্ণের বিভেদ ভুলে,
সেদিন- ৫২'র ফাগুনের অষ্টম দিবসে
আকাশ-বাতাস ধ্বনিত করে
উল্কা বেগে,দৃপ্ত কণ্ঠে বজ্রধ্বনিতে
অক্ষর খচিত প্ল্যাকার্ড হাতে
একগুচ্ছ বর্ণমালাপ্রেমীর পদযাত্রা।
"আমার বর্ণমালা আমারই চাই"
স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ।
সেদিন- বর্ণমালার স্বাধীনতার নেশায়
বর্ণমালার মিছিলে গাইলো তারা
বর্ণমালা ফিরে পাবার গান।
তখনই-
হায়েনার সে বিভৎস্য চিরচেনা রূপ
বর্ণমালার মিছিলে হায়েনার গুলিবর্ষণ
তবুও মিছিল ছুটে চললো সম্মুখে
জয়ের নেশায়.....
রক্তে রঞ্জিত হলো সময়ের
অ আ ক খ - প্রেমী।
পিচ ঢালা পথ, সবুজ প্রান্তরও
সেদিন রক্তে জর্জরিত হলো।
রক্তে রক্তে সেদিন রচিত হলো
বর্ণমালার রক্তাক্ত ইতিহাস..