তোরা কে আছিস আয়!
ঐ হায়েনা নাঙ্গা বেসে,
ভিক মাগিতে,
ঢুকলো এসে ফিলিস্তিনে।
মলিন মুখের মায়ায় পড়ে,
আদম ভেবে,
ঠাঁয় দিল হায় মুসলমানে!
আল্লাহ বলেন পাক কালামে,
বন্ধু হয়না,
ভেজা বিড়াল ইহুদীর সাথে।
ভুল করিলো মুসলমানে,
দুধ-কলাতে,
সাপ পুষিয়া নিজ ঘরেতে।
ওরা ঠাঁয় পেয়ে তাই মাথা গুজে,
শক্তি চুষে,
মারলো ছোবল ফিলিস্তিনে।
সুযোগ পেয়ে লাখে লাখে,
মারলো কত!
যুবক, শিশু হায়েনাতে।
মুসলমানের প্রথম ক্বিবলা,
বিনা যুদ্ধে জয় করিয়া,
হযরত ওমর মুক্ত করলো আল-আক্বসা।
সেই ভূমির ঐ পবিত্র ঘর,
বন্ধ করলো,
ইস্রাঈলের ইহুদীর দল।
এখন শুনি জেরুজালেম রাজধানী,
নাই ফিলিস্তিনের,
ঐ শকুনে রাজধানী চায় ইস্রাঈলের!!
আরে তা হবে না বিদ্রোহী দল,
তোরা কে আছিস আয়,
যুবক - জোয়ান শান বাহুবল।
আয় ছুটে আয় কন্ঠ মিলায়,
ঐ শকুনের ক্ষয় হবে ক্ষয়,
জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী চায়,
তোরা কে আছিস ভাই আয় ছুটে আয়!!
আব্দুর রউফ সালাফী,বি. এ (অনার্স) ৩য় বর্ষ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মোবাঃ০১৫১৬১২৭৬১৪
ইমেলঃ salafi12016@gmail.com