সাহিত্যের কলম

সাম্যের পথে এ কলম ছুটতো ভীষণ দুর্বার,
কন্টকময় পথে ন্যায়ের কথা লিখতো বারংবার।
এ কলমের ভয়ে অত্যাচারীর খড়গ হস্ত কেঁপে উঠতো,
এ কলমের তাই টুটি চেপে শৃঙ্খলিত করার প্রয়াস চলতো।

যে কলমের বিদ্রোহী গানে ভাস্বর হতো মজলুমানের কান্না,
জালিমের বুকে প্রতিবাদী ক্ষুরে বইয়ে দিত খুনের বন্যা।
এ কলমের আঁচড়ে শোভিত ছিল বাংলার রূপার বীরের গাঁথা,
এ কলমে লেখা হতো আল্লাহ-রাসূল আর সাহাবা জীবন কথা।

এ কলম কেন ভঙ্গুর প্রায় লেখে না সমাজের অসংগতি?
প্রতিবাদী কন্ঠ রুখে কলমের পথ পাল্টেছে কতক জ্ঞানপাপী।
যে সাহিত্যে নারীর ছিল সম্মান ছিল ত্যাগের বর্ণন গাঁথা,
সে সাহিত্য বিকিয়ে পরজীবীরা লিখছে নারীর গোপনাঙ্গের কথা!!

নজরুল, প্রমথ,সুকান্তের কলমে বাজতো যৌবনের দামামা,
সে কলমের ভন্ড প্রভূরা লিখে চলেছে অবৈধ প্রেমের বর্ণনা।
যে কলমে লেখা পাতায় পাতায় ছিল তাওহীদেরই বাণী,
সে কলম হরণ করে নাস্তিকেরা লিখছে মূত্রমনার বাণী!!

এ কলমের ফোঁটায় ফোঁটায় ঢুকেছে বিষাক্ত নাগের গরল,
প্রতি আঁচড়ে তার জেগে উঠছে দুশ্চরিত্র শকুন অবিরল।
সে কলমের সোনালী যুগ ফিরাতে হবে রুখে দিয়ে হলাহল,
সে কলমের সাহিত্য পাতায় আবার জাগবে বিদ্রোহী কোলাহল।

উৎসর্গঃ প্রিয় ভাই ও বন্ধু রোকনুজ্জামান কে।

আব্দুর রউফ সালাফী
বি এ(অনার্স),৩য় বর্ষ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইমেলঃ salafi12016@gmail.com
মোবাঃ ০১৫১৬১২৭৬১৪