ধর্ম যাচ্ছে রসাতলে চলছে আজব খেলা,
দেশ-বিদেশে চোখ মেলিয়া দেখি কত লীলা।
দ্বীনের নামে ভন্ড সুফী ওদের মাথায় লম্বা টুপি,
মিলাদ বলে টাকা হাতায় সাথে আরও জিলাপী!!
কৃষিপ্রধান দেশ মোদের ফলন বেশি ইরিধানে,
এখন দেখি দেশ ভরেছে পীর বাবার মুরিদানে।
বিনা পুঁজির বাণিজ্যতে লোকসান কভু নাই,
কোর'আন-হাদীছ সব ডুবিলো পীরের তরিকায়।
একেক পীরের একেক উসূল আছে কত কারামত,
লতা,কুত্তা,কালু,ডলু বেজি শাহের একি মারেফত!!
পীরে ফুঁ দিলে হয় আগুনপানি মুর্দা জেগে উঠে,
লিঙ্গ দিয়ে গাড়ি টানে ল্যাংটা বাবা এলাহাবাদে!!
ধর্ষকবাবা রাম রহিমের শুনছি কত রঙ্গলীলা,
ভন্ডদের সব ধোঁকায় পড়ে মান হারাচ্ছে অবলা।
ভক্তের ডাকে মুশকিল আসান করে সুরেশ্বরী,
ছারছীনারি নাম শুনিয়া বাঘ মামা হয় ধরাশায়ী।
আটরশিতে গেলে ভাই গো! ভাগ্য খুলে যায়,
ভক্তের দেওয়া গরু,ছাগল কোন দেবতা খায়?
'জাহাজ ভরে মুরিদ যাবে জান্নাতে' বয়ান করে চর্মনাই,
দেওয়ানবাগীর কাফের নাকি আল্লাহর সাথে কথা কয়!!
মুচে আঠা মাথায় জটা আরও আছে গাঁজা বাবা,
চোখ বুজিয়া বিশ্ব ঘুরে তাওয়াফ করে কাবা!!
সুফীরূপি ঈমান চোরা ওরা শয়তানের চেলা,
ভন্ডদের সব ভন্ডলীলায় বিষাক্ত সারা বাংলা।।
[উৎসর্গ: কবিতাটি লিখতে প্রেরণা যুগিয়েছে যে,
উৎসর্গ প্রেরণার বাতিঘর বন্ধু মেহেদি হাসান কে।]
আব্দুর রউফ সালাফী, বি.এ(অনার্স), ৩য় বর্ষ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইমেলঃ salafi12016@gmail.com
মোবাঃ 01516127614
তারিখঃ ১৬/০১/২০১৮