কে করেছে সৃস্টি তোমায় কে করেছে মানুষ,
কার ইশারায় দিনে দিনে হচ্ছো যুবক অমানুষ?

ধরার মাঝে কে আনিল কে দিল ভাই বল,
কার দেওয়া ঐ যৌবনটাকে ক্ষয় করছো অনর্গল?

সুকান্ত ডাকে হে যুবক! পড়ো নাকো আঠারোর চোরাবালিতে,
নজরুল সদায় শক্তি যোগায় পদাঘাতে শিকল ভাঙ্গতে।

কোথায় যাচ্ছে শিক্ষা তোমার কোথায় নীতি-নৈতিকতা?
কোন দিকে যাও যুবক তুমি ঐ পথে নাই মানবিকতা।

মদের নেশায় বাতুল হয়ে ছুটছো সাকির পিছে,
তোমায় দেখে ইবলিশ ভাবে জীবন তাহার মিছে!!

টাকার লোভে চুরি-ডাকাতি আরও করছো অপহরণ,
বনের পশুও লজ্জা করে যখন করো নারী ধর্ষণ।

বাহুবলে রাজনীতির নামে ছাড়ছো হুংকার শিক্ষাঙ্গণে,
সহপাঠীর খুনে কেন পিঙ্গল বর্ণ বিদ্যাপীঠের শ্যামলাঙ্গনে??

বলি হচ্ছে মাতা-পিতা, কাজের বুয়া আরও অবুঝ শিশু,
রাকিব,রাজন, তনুরা গেল হার মানলো হিংস্র পশু।

থামবে না-কি আজব চেতনা, ছাড়বে না-কি তোমার আধুনিকতা?
তোমার পাপে পূর্ণ যুবক আকাশ - বাতাস,চাঁদ-সেতারা।

আব্দুর রউফ সালাফী,বি এ (অনার্স),২য় বর্ষ, ফারসি ভাষা ও সাহিত্য,রাজশাহী বিশ্ববিদ্যালয়।


ইমেলঃ salafi12016@gmail.com
মোবাঃ ০১৫১৬১২৭৬১৪
তারিখঃ ৩১/১২/২০১৭