কি করে লিখবো তোর স্মৃতির কথা,
সকরুণ বেদনায় বুকে পুঞ্জিভূত ব্যথা।
স্মৃতিপট যে আজ বরফে ঢাকা হিম সাগর,
চোখের উষ্ণ জলে প্রকট হয়েছে তার সরোবর।
কৃষ্ণবরণ ঠোঁটে তোর ঝরতো মুক্তার মত হাঁসি,
তোর আগমণে প্রাণে বাজতো শিহরণের বাঁশি।
অগোছালো চুলে ছিল তোর পাগলের ভাব,
তোর প্রস্থানে হৃদয়ে জেগেছে ক্ষতের প্রভাব।
তোর বেসুরে গানের শব্দে ক্লাসে কম্পন হতো,
তোর ফাইজলামির জালাতনে বিরক্তিও ম্নান হতো।
কি আর লিখবো স্মৃতির কথা কলম থেমে যায় বেদনায়,
সারা ক্যাম্পাস জুড়ে তোর স্মৃতি মুখরিত পদচারণায়।
হৃদয়ে শূণ্যতার হাহাকার জাগিয়ে কত স্মৃতি রেখে গেলি,
শোকের ছায়া ফেলে দুঃখের সাগরে ভাসিয়ে এভাবে কেন কাঁদালি!!!!
( উৎসর্গঃ আমার বন্ধু সানিউর রহমান সানির মৃত্যুতে কবিতাটি তাকে উৎসর্গ করে লিখলাম।)
আব্দুর রউফ সালাফে,বি.এ (অনার্স),২য় বর্ষ,ফারসি ভাষা ও সাহিত্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মোঃ ০১৫১৬১২৭৬১৪
ইমেলঃ salafi12016@gmail.com