স্রোতের বিপরীতে চলিছে কলম
                          দামামা বাঁজিয়ে কত,
আঁচড়ে তাহার হৃদয় ক্ষতবিক্ষত
                 মরিছে নির্দোষ শত শত।
কলমের প্রভূ কলম চালিয়েছে
                        নিয়েছে অন্যায় বরি,
কিবা দোষ ভাই কলমের পরে?
                এসো কলম মেরামত করি।


অর্থ লোভী আছে ঘুষের মুহুরি
            কতক চালাই সূদের কারবারি,
কলমের খোঁচায় গুঁতা মেরে
             ঝরায় গরীবের নেত্রবারি।
সাহিত্যের নামে বইয়ের পাতায়
               কবি দেয় যৌণ সুঁড়সুড়ি,
কিবা দোষ ভাই কলমেত পরে?
            এসো কলম মেরামত করি।


খবরের পরে খবর লেখে
        খবরের খোঁজে ছোটে দিকবিদিক,
পদের লোভে দিনের শেষে
         বোনে যায় যক্ষ্মা সাংবাদিক!!
নীতির নামে ভন্ড নেতার
         বচণের করে মুহুরিগিরি,
কিবা দোষ তবে কলমের পরে?
              এসো কলম মেরামত করি।



উকিল সাহেবের লম্বা কোর্তার
                পকেট বেজায় ভারি!!
জজের কলমে খুনি খালাস
               নির্দোষ করে আহাজারি।
কলমে কলমে যুদ্ধ চলিছে
               বাড়ছে ইবলিসের তাবেদার,
নীতির পথে কলম চালিয়ে
             এসো! উদ্ধার করি সংসার।।



আব্দুর রউফ সালাফী, বি এ (অনার্স),৩য় বর্ষ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইমেলঃ salafi12016@gmail.com
মোবাঃ ০১৫১৬১২৭৬১৪