বিষের জ্বালায় বিশ্ব মাতাল
শিরায় শিরায় ছুটে
গাঁয়ের গোলাপ খসলো একাই
সঙ্গী কোথায় জুটে!
ভাংলো কোদাল, কাঠের হাতল,
মাটির করুন দশা
শীতের সকাল, ব্যর্থ মরদ
তুলছে পিঠের খোসা।
ইটের দালান শ্যাওলা মোড়া
সাধন সাধের মেলা
আলের কোনায় খুঁটির বাঁধন
সুযোগ পেলেই খেলা।
"দিন দুয়েকে আসবে নেতাই
সঙ্গে কানাই দাসে
সইনু এতো আর কতকাল
চিবাই চিটাং ঘাসে।
ফাঁক-ফোঁকরা ডুবলো কাদায়
গরাদ প্রবল কাঁপে
এই বরষায় ব্যাধির প্রকোপ
এড়াই কেমন ভাবে।
বিষের জ্বালায় আমিও মাতাল
শিরায় আগুন ছুটে
গাঁয়ের গোলাপ সুযোগ পেলেই
খসছে আঁটন টুটে।"