ওরা করে, স্বপ্ন দেখায় মানা।
আমার মন্দ যে চায়, তা না।
তবে বোঝায় প্রায়'ই
"কাঁচা বয়স বড্ড বেশী দায়ী।"
আর যদি,
"প্রেম পিরিতে গা না দিয়ে
দশটি বছর কাটিয়ে দিয়ে,
যেদিন আমি আঠারো হবো।
ডিগ্রী পাবো,
সুনাম পাবো,
মোটা মাইনের চাকরি পাবো,
ইচ্ছে মতো রাজা পাবো।
আঙ্গুল ডগে রইবে সবে
জমি, গাড়ি, বসতবাড়ি,
বিদেশ ট্যুর এর টিকিট পাবো
বেতন পাবো কাড়ি কাড়ি।"

যদিও অভিষ্ঠ নয় বড্ড বেশী বাজে,
শুধু কালের হিসেব বোঝে,
আট বছরের খুকীর মাঝে
আঠারো বছর খোঁজে।

ওদের আসতে তো নেই মানা......
ওদের পথ নেই তার জানা।
ওরা তিরিশ থেকে হঠাৎ আটে
         আসতে পারে না তো,
কেবল আদব অভিজাত,
আট আঠারো'র দূরত্ব কে
     মাপতে পারে না তো।