প্রতিবাদীদের নিস্তার নাই ধর্মের সংসারে।
কুকুরেরা শালা, এক জোট বেঁধে জুতোপেটা করে মারে।
ধর্ষক দার তীক্ষ্ণ ভাষণে,
গরমের চোটে, তাল যদি কাটে,
ভাবো মনে মনে,
এই যাবে প্রান,
যমদূত প্রায় পৌঁছালো আসি দ্বারে।
তবু তুমি যদি পরোয়া না করে,
মুঠি তুলে ধরে,
সামনে হতেই ভুল কে বলেছ ভুল।
তবে শুনে রাখো বুলবুল।
চ্যাংদোলা করে মাচায় ঝুলিয়ে
ওখানে আদুরে দুহাত বুলিয়ে
কাঠি গুঁজে দেবে,
বুঝে নাও কোথা!
খুঁজেও পাবে না, শুধু যন্ত্রনা।