হাফিজুল কাঁদে, "মফিজুল ভাই,
কতকাল ছিল গোঁসা
সত্যি অধম জানোয়ার টার
এই হইয়াছে দশা?
দশ বিঘা জমি কাড়িয়াছে পাপী
ভুয়া দলিলের ফাঁদে
প্রতি রাতে মোর আব্বা একেলা
দাওয়ায় বসিয়া কাঁদে
ভগিনী রে ফাঁকে প্রলোভন দেয়
রক্ষিতা করিবারে
তবেই মোদের পুরখের জমি
ফিরাইবে পরিবারে
এই পাঠকের জাহান্নামেও
বরাদ্দ নাই ঠাঁই
অভাগার দোয়া হইয়াছে লাগু
আজ মফিজুল ভাই।"
(চলবে)