মফিজুল কহে, "হাফিজুল ভাই,
দেখো কি ঘটিছে দেশে
দেখিলুম কাল মির্জা গাজী রে
কাকতাড়ুয়ার বেশে
এতকাল দেখি সঙ্গে রাখিতো
পেয়াদায় জনার সাতে
আজ দেখি বিলে খাড়া হইয়াছে
বাঁশ লয়ে পশ্চাতে
ভুঁড়িখানা গেছে চুপসে সাঁটিয়ে,
ফোলা মুখে জমা কালো
হাল তবিয়ত চাহি বুঝিয়াছি
হাজী নাই খুব ভালো
ছেঁড়া লুঙ্গিতে পাছা ঢাকিয়াছে,
ফুটা গেঞ্জিতে ছাতি
দেখি বোঝা যায়, এই সেই গাজী?
চোরা গফুরের নাতি?"
(চলবে)