তোমার নামে হৃদয় কাঁপে,
রক্ত ছোটে বোল্টের মতো,
ঝড়ো হাওয়ার প্রতিধ্বনি
অবিনশ্বর এক তুফান তোলে।

তোমার নামে জাগে বুক,
আলো ফোটে আঁধারের মাঝে,
সাঁতরে পারি দেয় সমুদ্র
অবিচল সংকল্প সাজে।

তোমার নামে জমে থাকা মেঘ
কেঁদে ফেলে শ্রাবণের গানে,
প্রতিটি শিরায় বয়ে যায় প্রেম
তোমার নামে, তোমার টানে।