নিঃশ্বাসের দূরত্বে দাঁড়িয়ে আমি
কিন্তু তুমি অনেক দূরে।
রেল লাইনের পাশাপাশি চলেছো
শুধু স্মৃতির ট্রেনে চড়ে।
পাহাড়ের আড়ালে খসে পরা তারা
অতীতের লুকানো গল্প ।
ভীষণই ভালো তখন তুমি
রোমান্টিক গোধূলির মতো অল্প।
তোমার গল্পের 'সূক্ষ্ম সুতোর দেয়াল'
যেন অদৃশ্য ছায়াপথময় ।
কখনো মেঘে, কখনো জোছনায়।
প্রহেলিকা তুমি রহস্যময়।
প্রতীক্ষার আলোকবর্ষ দূরে,
রাতের নীল খামে সুরের মৃদু ধ্বনি।
স্মৃতিরা সব রেশমি সুতোয়,
তুমি আমি দুজনেই স্মৃতিতেই ভ্রমি।