অগণিত ঢেউ গুনেছি পলকে পলক
কত যে অশান্ত সে, পড়ে যখন জোৎস্নারও ঝলক।
ব্যর্থ প্রেমিকের দল জামা জুতো ছেড়ে
বসে আছে ধূসর সমুদ্রের তীরে।

তীব্র জলোচ্ছাসে ভীত পথচারী
বুকেরও কল্লোল যে এ রাতেরও অভিসারি।
বালির প্রাচীর গড়ে নবীন প্রেমিক দল
ঢেউ এসে সে তো করে যায় সমতল।

ঢেউ এসে ফিরে যায়, প্রতি মুহূর্তে চুপ
নতুন যুগল দল দিয়েছে চায়েতে চুমুক।
স্মৃতিতে কত ঢেউ গুনে রেখেছি,
খালি পায়ে কত কাঁকড়া ধরেছি।

সমুদ্রের মন বোঝে শুধু ব্যর্থ হৃদয় সব
নীরবে স্রোতের হিসেব করে, অশ্রু ঝরায় নব।
চিৎকার করে গর্জন করে কালের অবিরত
যাদের হৃদয় জ্বলে হয়েছে ভস্মীভূত।

অতীতের ঢেউ এসে ভেসে গেছে দূরে
প্রেমের পদচিহ্ন রেখে ভেজা বালিতে।
সেই স্মৃতি সেই ঢেউ ফিরে আসে প্রতিক্ষণে
মিলে যাক সব কিছু প্রেমের পুনর্জন্মে।