অন্ধকারের  নীলের ছায়া চেনায়নি তো আলোর মশাল,
আমার নীরব কথার শব্দগুচ্ছ চেনায়নি তো অভিধান।
বুকের ভিতর তীব্র ঢেউ দেখায়নি তো সমুদ্র মানচিত্র,
আমার চোখের দৃষ্টি চেনায়নি তো দূরের দূরবীন।

নিজের রূপ চেনায়নি তো ঘরের রাখা আয়না,
আমার ভিতর আমাকে চেনায়নি তো xray MRI,
খুঁজে খুঁজে চেনাও আমায় যখন আমি হারিয়ে যাই।
খুঁজে খুঁজে চেনাও তুমি নিজের মাঝের অচেনা আমায়।

আমার মনের গহীন অরণ্য চেনায়নি তো দুর্গম যাত্রাপথ,
আমার হাসির ঠোঁটের ভাঁজে লুকানো কষ্ট
চেনায়নি তো উজ্জ্বল কাঁচ।
খুঁজে খুঁজে আমায় চেনাও হারিয়ে যাওয়া "আমার রথ"।

চোখের জলের বৃত্ত চেনায়নি তো রঙীন প্রিজম,
শোনাও তুমি নীরবতার লুকিয়ে রাখা আমার গান।
তপ্ত শ্বাসের প্রবাহ চেনায়নি তো দমকল বাহিনী।
ছায়ার সরল ছবি বোঝেনি উজ্জ্বল আলোক রাশি।
খুটে খুটে আমাকে চেনাও তুমি,
খসে পড়া তারার মতো।
তুমি আমার হারানো অধ্যায়ের সম্পূর্ণ বৃত্ত।

গোপন রহস্যের বার্তা চেনায়নি তো প্রত্নতাত্ত্বিক।
অন্ধকারের যে সূক্ষ্ম আলো ঢোকে,
সে তোমার হাতে ধরা অনন্ত প্রদীপ।
আমার ক্লান্ত পথের পথিক তুমি,
আমার হারানো অতীতের প্রাচীন ঘড়ি।
তোমার চোখে আমায় দেখি,
এক নতুন পৃথিবী।