কষ্টগুলোকে বালিতে লিখেছি গতকাল,
পূর্ণিমার জোয়ারেও সে তো হয়নি আড়াল।
অক্টোপাসের কানে বলেছি, "ভালো থেকো",
মধুর স্মৃতিগুলো শুধু বেঁধে রেখো।

সেদিন তোমার চোখে উঠেছিল নীল ঝড়
মনে করে চেয়েছিলে মুক্তির অক্ষর।  
ক্ষনিকের বৃষ্টি-তৃষ্ণা ছিলো তোমার শিরায়  
শুকনো চোখে তাকিয়ে আছি আজো মরীচিকায়।

স্মৃতিগুলো উড়ে আসে নিঃশব্দ হাওয়ায়
ঢেকে রেখেছে কষ্টগুলো নতুন ধুলোয়।
স্পর্শহীন স্মৃতির ছায়া খোঁজে আমায়
যেগুলো ছিল আমারই, আমিই তো শেষ আশ্রয়।

মেঘের ভেলায় ভেসে যায়, চাঁদের স্নিগ্ধ হাসি,
রাতের তারারা জানে তুমিই আমার সাথী।
তুমি না থেকেও আছো প্রতিটি শ্বাসে,
বৃষ্টি হয়ে আছো শুষ্ক হৃদয় গানে।