সব রাগ জেদ আত্মঅহংকার ফেলে না হয় ফিরে এলে, এই বসন্ত ভিটায়,
হলুদ সাজে পরের শুক্ল পঞ্চমীতে অঞ্জলী দেবো দুজনায়।

দু পা হেঁটে গলির ভিতরের দোকানে বসে,
প্রজাপতি বিস্কুট ও চা এ মজবো।
শুকনো মাদুরে শুয়ে না হয় গুনলাম ভোর রাতের তারা।

কল্পনার আকাশে, না হয় তুমি আমায় নিলে,
জেদ, রাগ, অহং সব ঝরে পড়ুক রুক্ষ মাটির বুকে।

না হলে, প্রাচীন বট গাছের নিচে বসে এক ছোট্ট বসতির গল্প হতো।
মেঠো পথ দিয়ে ডান হাতে সাইকেল বাম হাতের কেড়ি আঙ্গুল ধরে প্রতিদিন সাত পাক হতো।

পায়ের নিচে শুকনো পাতা রেখে গল্প শোনাতাম দূর নাবিকের,
দীর্ঘ জলপথের পর বাড়ি ফিরছে কোনো এক সোনালী সন্ধ্যায়।
ওপরের কৃত্রিম পোশাক রেখে তোমার সত্তার তোমাকে চাই।

সামাজিক মাধ্যমের দেখানো প্রেম, না হয় নাই করলাম দুজনে।
বসন্তের বিকেলে না হয় গেলাম পুরুলিয়ার নির্জনে।

গোধূলি বেলায় শিমুল ফুলের গন্ধে ভরে থাকে বাতাস।
যত দিন আছে হাতে, বাকি সব ছেড়ে একটুখানি আমাদের হওয়া যাক।