বড়ো ক্লান্ত, আজ - মিছিলে ঘুরে -- ঘুরে
আর,আলোর প্রতিক্ষায় - থেকে থেকে
হয়নি সমাধান, আসেনি প্রতিক্ষার ভোর --
মিছিলে- জ্বলেনি মশাল - তেলের অভাবে।
-
নিষ্প্রয়োজন - তাই - উত্তপ্ত প্রার্থনার
ব্যাপক ভাবে - কাঁপাক আজ ভূমিকম্প
মা ই ক্রো ফো ন ঘোষনার আগেই,
হোক মৃত্যু - তোমার, আমার,
সূর্যের,পৃথিবীর !
০৩.০৪.১৯৭৪
কোর্টপাড়া,কুষ্টিয়া।