চাপা বিরক্তি কিছু থেকেই যায়
এড়ানো যায়না প্রাণপণ চেষ্টায়
যতই খরচা হোক, সময় দাও, যে এলাকায় যাও
অঘোষিত ধকল কিছু রয়ে যায় অজান্তে
-
বিপন্ন প্রজাতির মতো শ্বাস নেওয়া
অস্তিত্বের সংকট আলিঙ্গনে বাঁধে আষ্টেপৃষ্টে
-
শুধু অপেক্ষায় থাকা কখন আসবে উদ্ধারকারী দল
ছোঁ মেরে তুলে নেবে মাছরাঙা পাখির মতোন
আমার কাঙ্খিত সজ্জায়, সাজানো গৃহ কোণে।
২৫.০৭.২০২২
বসুন্ধরা, ঢাকা।