জানা ছিল এরকমই হবে
তথাপিও
আগলে রাখিনি ভাঁড়ার
পুলিশ বাজিয়ে গেল ছোবলের বাঁশি
আর অল্প সময় দেরী, ডিনামাইট উড়াবে পাহাড়
কথাকটি জেনেও কি নিশ্চিন্ত তোমার সংলাপে,
দ্বিধায় ভঙ্গীমায় !
-
আমাকে আষ্টে পৃষ্টে বেঁধে প্রতিস্থাপন করেছ
আমার চৈতন্য, শস্যফুলের খামার
কামিনী কাঞ্চন ইত্যাদি যাবতীয় লোভ !
-
এখন সীমাহীন কামনায় বাজাচ্ছ স্বপ্নিল সানাই
মাটি খাঁমচে দেখে নিচ্ছ সামুদ্রিক খাদের গভীরতা
হলাহলে সুযোগ নিলে,নীল কর্দমে ভরে নিলে বুক
যাবতীয় ইচ্ছের ঘটনাবলী !
-
মাতাল সময় অজুহাতে ফিরে যাচ্ছ
অবয়বে নিপুন খেলোয়ার হাসির ঝিলিক !
১৫.০৯.১৯৭৮
কোর্টপাড়া,কুষ্টিয়া।