দৈনন্দিন জীবনে ধূসর আকাশ জুড়ে
সামুদ্রিক ঝিনুকের মতো ফাঁকা হয়ে আছে।
কোন কোন কথা ছুরির ফলার মতো বেঁধে বুকে
সায়াহ্নের অন্ধকার সরিয়ে উঠেছে ফুটফুটে জোৎস্না
-
ভাগ্যের আকাশ থেকে উধাও হয়েছে চাঁদ
তারপরও অপেক্ষায় থাকা অগুণতি সময় ধরে
এই বুঝি আশীর্বাদের হাত মাথায় ছোঁয়াবে কেউ
কপালে এঁকে দেবে সৌভাগ্যের তিলক।
বসুন্ধরা, ঢাকা
০৩.০৭.২০২২