বন্ধু বান্ধবদের কিছু গোপনীয়তা থাকে,
সমাজ জীবনে কিছু গোপনীয়তা থাকে,
পাড়াপড়শি আত্মীয় স্বজনের কিছু গোপনীয়তা থাকে,
রাষ্ট্রের কিছু গোপনীয়তা থাকে,
দাম্পত্য জীবনেও কিছু গোপনীয়তা থাকে,
সন্তানের কাছেও পিতা-মাতার কিছু অক্ষমতা থাকে,
সন্তানেরও থাকে কিছু আড়ষ্টতা।
-
সত্যি প্রকাশ করা তেমন দোষনীয় নয়
সত্যি সবসময় ভালো
সত্যি, সত্য চিরকাল
সত্যি নিয়ে জাহির করা, বড়াই করা,
সেটা খুব ভালো কথা নয়
সেটা খুব বড়ো কথা নয়।
-
অযাচিত সব প্রকাশ থেকে সাবধানতা ভালো
তোমার জানা থাকতেই পারে অনেক.....
অনেকের কালো অধ্যায়, গোপন দলিল
সেই সব বিষয় নিয়ে আহ্লাদ করার কিছু নেই।
-
অজানা তথ্য প্রকাশ ----
কখনো তোমার বৈরী হতে পারে
তোমার বিপক্ষে দাঁড়াতে পারে
সময়,বন্ধু-বান্ধব, সমাজ,সংসার,সন্তান
রাষ্ট্র একে একে সবাই।
-
তুমি অবাঞ্চিত হতে পারো সমাজে স্বদেশে।

২৪/০৬/২০২১,
সিদ্ধেশ্বরী,ঢাকা।