শেখ মুজিবের যখন রাজনীতিতে হাতেখড়ি
তখন ওদের  জন্ম হয়নি কারো
স্কুলে যখন বিশাল হিম্মতে তিনি বাংলার বাঘের পথ রোধ করলেন---
তখন বড়ো বড়ো নেতাদের হাঁটু কাঁপতো তাঁর সামনে দাঁড়াতে,খোকার কাঁপেনি।
-
তিনি যখন জেলখানায়,
বন্দি জীবনে,অন্তরালে,
জেল হাজতে বারবার
বিভিন্ন অজুহাতে, অবশেষে
আগরতলা ষড়যন্ত্র মামলায়
তখন কেউ ছিল না তারা---
তাঁর ব্যক্তিত্বের চৌ সিমানায়।
-
তাঁর দশ হাতের সীমারেখার বেষ্টনীতে
দাঁড়ানোর সাহস হয়নি কারো
আর তিনি যখন বঙ্গবন্ধু
তখনতো তিনি কিংবদন্তি, প্রবাদপ্রতীম!
-
দেশ স্বাধীন হলো, আমরা স্বস্তির নিশ্বাস ফেললাম
স্বদেশে তিনি যেদিন প্রত্যাবর্তন করলেন সেদিন
আমরা ফুল দিয়ে সারা দেশ সাজালাম উচ্ছাসে,
আন্তজার্তিক স্বীকৃতি মিলছিল
এবং সঙ্গে ছিল নানারকম রক্তচক্ষু, হুশিয়ার নামা!
সহ্য হলো না, ইতি টানা হলো ১৫ অগাস্টে
জানা ছিল ভারত ব্যস্ত থাকবে স্বাধীনতা দিবস নিয়ে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হবে
প্রোটেকশন দেবে, ঘন্টা বাজাবে, গর্জন তুলবে জলপাই - চালতা রঙের বড় বড়ো সাঁজোয়া ট্রাংক !!!
-
কেউ জানতে পারেনি এই ভবিতব্য, না ইন্ধন ছিল ?
ছিল নিকষ কালো ষড়যন্ত্রের সাজানো ছক হাতে 
তৈরি ছিল স্বদেশে-বিদেশে।
-
তারপর আবার ইতিহাস
নতুন উদ্যমে -
নতুন মুক্তি যোদ্ধার তালিকা হলো
কেউ স্বাধীনতার ঘোষক হলেন
কেউ নিলেন নয়া শাসকের দায়িত্ব
কেউ বিদেশি মিশনে রাষ্ট্রদূত
কেউ হলেন সংগ্রামী নেতা
কেউ হলেন বিশিষ্ট ভাষা সৈনিক ।
-
"অনেক কথা মনের মধ্যি চমকা-চমকা ওঠে, আলুথালু হয়া যায়, সব বোধের বাতান, খুলতি পারিনা, কেমন যেন জট পেইকে যায়, আওলা ঝাওলা হয়ে বসি থাকি, গড়াই নদীর তীরে বসি আকাশ পানে শুধু অভিসম্পাত করি,
খিস্তি খেয়ুর করি, আমার হাতে আজ অস্ত্রর নাই -
শক্তি হীন হয়ে গেলাম, চলৎ শক্তি হীন হয়া গেলাম। "
-
সাধারণ ক্ষমা ঘোষণায় কি কোন ভুল ছিল ?
বিধস্ত দেশ, বাকশাল
একযোগে কাজ করতে চাওয়ায় কি কোন ভুল ছিল?
দেশের সংবিধান রচনায় কি কোন ভুল ছিল?
দেশের উন্নয়ন দ্রুত হচ্ছিল !
কারো কি গাত্রদাহ হয়েছিল তাতে?
সেই জন্য নির্ধারিত হলো এই পরিণতি !
-
এখনো তস্কর-ফেরারি-দাঙ্গাবাজ,তল্লাসি করে,
ওঁত পাঁতে বদ মতলবি ফৌজি,
কৌশলগত অস্ত্রে শান দেয় গর্জায়, হুঙ্কার ছাড়ে ?
এখনো তো সময় আছে ভুল শুধরে ফেলার
দেশদ্রোহীদের উপরে ফেলার,
গৃহ শত্রুদের চিহ্নীত করার, সমূলে উপরে ফেলার,
বোনটি শেখ হাসিনা, চারপাশে চক্ষু ফেরাও,
আর কাল বিলম্ব নয়, চিরুনি চষা দাও
ঝারে বংশে উৎপাটন কর !!!

১০/০১/২০২১,
উত্তরা,ঢাকা।