জোছনার আলো ঠিকরে পড়েছে তাঁর পাত কুয়া জুড়ে

এখানে এই ভিটেতে বসেই কী তিনি লিখেছিলেন
"বিষাদ সিন্ধু'  কারবালার যুদ্ধকে উপজীব্য করে !

লিখেছিলেন "রত্নাবতী "
লিখেছিলেন "সঙ্গীত লহরী"
লিখেছিলেন  "বসন্ত কুমারী"
লিখেছিলেন নাটক "জমিদার দর্পণ"
১৮৭২-৭৩ এ সংগঠিত সিরাজগঞ্জ কৃষক বিদ্রোহ কেন্দ্র করে!

এখানে বসতি গেড়েই কী তিনি তালিম নিয়েছেন
কাঙাল হরিনাথের কাছে
যুক্ত হয়েছিলেন সাংবাদিক হিসেবে প্রভাকরে!?

১৯.২২.২০২৩
বিনোদপুর,রাজবাড়ী