শুধু সেই পুরুষের ঘৃণা আছে, যে নেয়নি কভু,
চাখেনি কভু ঘামের আস্বাদ,
দেখেনি কভু লালপদ্মের শোভা,
নলের খোঁচায় শরীরটাকে করেনি ব্যবচ্ছেদ,
হারায়নি যে অতল গুহা মুখে।
শুধু সেই রমণীর ঘৃণা আছে, যে মাতেনি খেলায়
হাতে পেয়ে গোপনতম চূড়া,
কাছে পেয়ে খোলেনি দেহের ভাঁজ,
ক্ষুদ্ধ জলের ফেনা দেখে নড়েনি আসন ছেড়ে,
দেয়নি সাড়া অনেক কিছুর আকর্ষণের পরেও !
কুষ্টিয়া, ১৯৭৫
কাব্য গ্রন্থ ঃ আয়নায় নিসর্গ রমণ