যখন একদল কামুক পুরুষের
লোভাতুর দৃষ্টির মধ্যে পাক খায়
কেউ একজন,
আক্রান্ত হয় আপাদমস্তক
ছিঁড়ে খায় অস্থি মজ্জা ধমনী
হৃদয়ের সুতীব্র আকাঙ্খা,
ভবিষ্যতের সোনালী স্বপ্ন,
সব নিঃশেষ হয় মুহুর্তে।
-
তখন শুধু কি দোষ পোশাকের ! 
শুধু কি দোষ দেহ ভঙ্গীমার
শুধু কি দোষ বাড়ন্ত বয়সের
শুধু কি দোষ দারিদ্র্যের
শুধু কি দোষ বোম্বে সিনেমার
শুধু কি দোষ তামিল সিনেমার
শুধু কি দোষ পিতা মাতার
শুধু কি দোষ অভিভাবকের
শুধু কি দোষ বন্ধু বান্ধবের
শুধু কি দোষ কন্যা-জায়া ও জননীর
তখন শুধু কি দোষ ভবিতব্যের !
-
কলঙ্কের তাগা কপাল খাঁমচে থাকে
সমগ্র জীবনের যন্ত্রনা আঁকড়ে ধরে
অন্যদের মুখরোচক গল্প হয়ে ওঠে
দোষারোপ, কলঙ্ক নিয়ে বেঁচে থাকা,
অতঃপর শক্তি অর্জন ----
ঘুরে দাঁড়ানোর সিঁড়ি ভাঙতে ভাঙতে,
জীবন এগুতে থাকে গুঁটি গুঁটি পায়ে ।

৩১/০১/২০২১
শাহবাগ,ঢাকা।