মধু মাখা স্বপ্নের দিন
মনে, ঘুরে আসে বারবার
পড়াশোনা শিকেতে,করি শুধু ঘরবার।
-
মনে পড়ে প্রতিদিন সেই সব কান্ড
থরে থরে সাজানো চুরি করা ভান্ড।
-
মুঠো মুঠো ভরে খাবো কত কি যে খাদ্য
চারিদিকে উৎসব রকমারি বাদ্য।
-
শুরু হতো সকালে ঘিয়ে ভাজা লুচিতে
শেষ হতো বরফি, মোয়া আর নাড়ুতে।
-
মা নেই,এখন তো স্মৃতিটুকু সম্বল
কিছুই রোচে না মুখে শুধু ওঠে অম্বল।
বসুন্ধরা
০৫/০৪/২০২৩