এখন তুমি আমার কাছে এসে থাকতে পারো,
এখন আমার অফুরন্ত অবসর,অখণ্ড সময়
এখন আমার কোন দপ্তর, নেই, কোর্ট কাচারি, নেই
দেরি হয়ে যাবে,লাল কালির দাগ পড়বে, খাতায়
বড়ো সাহেবদের, উচ্চ কণ্ঠ, সহকর্মীদের,কূটকাচালি
এ সব থেকে মুক্ত আমি, বেশিরভাগ সময়, কাটে
সাজানো ড্রইংরুমে,এসি,সোফাসেট, রোলিং চেয়ারে
রেফ্রিজারেটর, সঙ্গে ফ্রিজার, ওয়াশিং মেশিন
সব আছে - তোমাকে ভেবে ভেবে সব,সাজিয়ে রাখা
কথা দিচ্ছি, কোন কষ্ট হবে না তোমার !
-
এখন তুমি আমার কাছে এসে থাকতে পারো
অনেক সঞ্চিত টাকা, এখন আমার ব্যাংক হিসেবে
অবসরে গেছি বলে, অনেক গুলো টাকা সরকার থেকে পেয়ে গেছি আমি, হাতের মুঠোয় --
আরো আছে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি,পেনসন
এখন তুমি স্বচ্ছন্দে, আসতে পারো।
-
এখন বাসায় শুধু নিরামিষ খাবার থাকে না, টেবিলে
গুঁড়ো মাছ,আলু ভর্তা,বেগুন ভর্তায় সাজানো থাকেনা টেবিল,
খুঁজেও পাবে না তুমি নিষ্ঠুরতম দারিদ্র্যের ছাপ
এখন তোমার কষ্ট হবে না কোন
বড়ো মাছ,মিষ্টি,টক দৈ,খাসির কষানো মাংস,ডিম ভুনা
সালাদ সব থাকে টেবিলে সাজানো
তোমার সব প্রিয় খাবার, তোমার প্রিয় ফলমূল
বেদানা,আখরোট, কাজুবাদাম, কিসমিস
-
এখন তুমি আমার কাছে এসে থাকতে পারো নির্দ্বিধায়,
প্রতিদিনের কথা বলছি না সপ্তাহে অন্তত একটি দিন একটা রাত আমাকে সঙ্গ দাও, নিদেন পক্ষে মাসে একদিন,
কিংবা চলো আউটিং যাই কক্সবাজার, সিমলা বা মানালী,
এখন আমি তোমাকে খুব কাছে পেতে চাই,
তুমি পারবেনা সব ছেড়ে ছুঁড়ে ফেলে চলে আসতে আমার ডেড়ায়!
-
স্বাগত জানাতে আমি রইলাম তোমার অপেক্ষায় !
১০-০২-২০২২
মিরপুর, ঢাকা।