স্মৃতিময় মিনারটা কি রয়ে যাবে শুধু !?
-
তোমাকে দুঃখ দিলে কাঁদবে পৃথিবী
আমিও কাঁদার অতিথি,
কেঁদে কেঁদে ম্লান হয়ে যাবো একদিন
জেগে রবে শুধু স্মৃতির মিনার
এক দুই করে পেরবে শতাব্দী পর শতাব্দী
সমাধিস্থ হবে ঠিক পেরলে সময়
-
দৃশ্যত সেখানেও জেগে আছে স্মৃতির মিনার।
১৪.০৭.১৯৭৬
কোর্টপাড়া,কুষ্টিয়া।