কার মুখই বা থাকে আমৃত্যু সুন্দর
সৌন্দর্য মন্ডিত !
-
যদিও সারাদিনের সূর্যালো পৃথিবীর একান্ত নিজস্ব
সে আলোয় রাঙা হয় মানুষের মুখ
-
লক্ষ হাজার বছরের আয়োজন
তাদের জন্য এত ভালোবাসাবাসী
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে
সব হারায় নিঃশব্দে !??

০৫.০৭.২০২২
বসুন্ধরা, ঢাকা।